পূর্ব বর্ধমান সদরে সাংস্কৃতিক প্রতিযোগিতা

পূর্ব বর্ধমান জেলার সদর সমন্বয় পরিষদের আয়োজনে হাটগোবিন্দপুরে কিশোর বাহিনীর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজ। দেড় শতাধিক ভাই বোনের উপস্থিতিতে ছিল সুন্দর আয়োজন। জেলার মূখ‍্য সংগঠক গৌতম মজুমদার উপস্থিত ছিলেন।
হাটগোবিন্দপুরের হানুমানডাঙাতে দুপুরে বসে আঁকো দিয়ে শুরু হয়। এর পরেদু পুর শুরু হয় আবৃত্তি, একক নৃত্য, সমবেত নৃত্য ও গল্প বলা।বিকেলে পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শিশু সংগঠক মানস প্রামানিক, জেলা সংগঠক দিলীপ মন্ডল, সীমা মন্ডল, সুধীর ধারা, রবীন্দ্র নাথ পোড়েল প্রমুখ।

Comments

Popular posts from this blog

পয়লা বৈশাখে আসুন ভারতসভায়

পয়লা বৈশাখ ভারতসভায় কিশোর বাহিনী ৭৫

নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আমাদের প্রেরণা