নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আমাদের প্রেরণা

কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কবির বয়স এখন ৯৪। সারা জীবন সাড়া জাগানো কবিতা রচনার পাশাপাশি পরম যত্নে ছোটোদের জন্য লিখে চলেছেন তিনি। কবিতার ভাষাকে জটিল না করে যেমন সাধারণ পাঠকের কাছে বোধগম্য করে নিজের ভাবনাকে প্রকাশ করেছেন, ঠিক তেমনই ছোটোদের মন তিনি কতটা নিবিড় ভাবে বোঝেন তা তাঁর যেকোনো ছড়া বা কবিতা পড়লেই বোঝা যায়। এই আন্তরিক মন নিয়েই সুদীর্ঘকাল সম্পাদনা করেছেন আনন্দমেলা। 'কলকাতার যীশু', 'অমলকান্তি' যাঁর কলমে বাংলা সাহিত্যে চিরকালীন হয়ে উঠেছে তিনিই ছোটোদের জগৎকে রাঙিয়ে দিয়ে চলেছেন বছরের পর বছর ধরে।
কিশোর বাহিনীর রঙবেরঙ পত্রিকার প্রকাশলগ্ন থেকেই কবি এই পত্রিকায় শুধু লিখেছেন তা-ই নয়, এর পাশে থেকেছেন। অনুপ্রাণিত করেছেন আমাদের। আজও ছোটোদের শারদীয়ার জন্য তাঁর প্রথম লেখাটি তিনি তুলে দেন রঙবেরঙ-এর জন্যই। কিশোর বাহিনী ও রঙবেরঙ পত্রিকার এক অভিভাবক ও শুভানুধ্যায়ী কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আমরা কবির সুস্থ জীবন কামনা করি।
(লেখা ও ছবি: চন্দন নাথ, সম্পাদক, রঙবেরঙ)

Comments

Post a Comment

Popular posts from this blog

পয়লা বৈশাখে আসুন ভারতসভায়

পয়লা বৈশাখ ভারতসভায় কিশোর বাহিনী ৭৫