Posts

Showing posts from July, 2018

নদীয়ার শিল্পীসংঘ আসর শাখায় প্রতিযোগিতা

Image
আজ নদীয়ার কৃষ্ণনগরে শিল্পীসংঘ আসর শাখার উদ্যোগে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শাখার সংগঠক ক্ষুদিরাম মন্ডল, সন্তু ঝাঁ ও জেলার মুখ্য সংগঠক দীপক রায় উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে সকল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠিত হল হাওড়া জেলা কিশোর বাহিনীর সাংস্কৃতিক প্রতিযোগিতা

Image
সকালের বৃষ্টি পারেনি ওদের আটকাতে। উদয়নারায়নপুর, আমতা, বাগনান থেকে শুরু করে হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত তিন শতাধিক প্রতিযোগী এবং সমসংখ্যক অভিভাবকদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠল হাওড়া ময়দানের অক্ষয় শিক্ষায়তন। কিশোর বাহিনী হাওড়া জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অঞ্চল থেকে নির্বাচিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সংগঠনের রাজ্য মুখ্য সংগঠক পীযূষ ধর। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে রবীন্দ্র - নজরুল - সুকান্তের পাশাপাশি লালন, ভাটিয়ালি, রায়বেশের মূর্চ্ছনায় আলোড়িত হয় বিদ্যালয় প্রাঙ্গণ। অংকন, আবৃত্তি, সঙ্গীত, ক্যুইজ, নৃত্য, নাটকের প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করেন জেলা মুখ্য সংগঠক দীপিকা ঠাকুর চক্রবর্তী, প্রধান পরিচালক জয়া সেনগুপ্ত, সংগঠক শংকর সিপুই, বিপ্লব দলুই, শুভাশিস মান্না, রমেন দাস, নারায়ণ দেবনাথ, তারিক হালদার প্রমুখ। প্রসঙ্গত, আগামী ২৫-২৬ আগস্ট পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে অনুষ্ঠিত রাজ্য প্রতিযোগিতায় জেলার প্রথম স্থানাধিকারীরা অংশ নেবে।

পূর্ব বর্দ্ধমানের শহর সমন্বয়ের প্রতিযোগিতা

Image
আজ পূর্ব বর্ধমান জেলা কিশোর বাহিনীর শহর সমন্বয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা জাগরী ভবনে অনুষ্ঠিত হয়। বসে আঁকো, আবৃত্তি, গান, নৃত্য, কুইজ মিলিয়ে ১৬০ জন অংশগ্রহন করে। উপস্থিত ছিলেন প্রবীন সংগঠক ধীরেন সুর, সাংবাদিক শ্যামাপ্রসাদ চৌধুরী জেলা মুখ্য সংগঠক গৌতম মজুমদার, শহর সমন্বয় পরিষদের শঙ্কর সরকার, শুভঙ্কর দে, টুসি হাজরা, তনুশ্রী সেনবক্সী, টুম্পা মজুমদার, উত্তম দাস, রীনা রায়, দীপ সরকার, অনুপ চ্যাটার্জী, মাহবুব হোসেন, মনিকা বিশ্বাস, রূপসা মজুমদার প্রমুখ। পুরস্কার প্রদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দূর্গাপুরে কিশোর বাহিনীর প্রতিযোগিতা

Image
পশ্চিম বর্দ্ধমান জেলার কিশোর বাহিনী দুর্গাপুর ২ অঞ্চলের সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ সকালে নেতাজীনগর কলোনী উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন ৪ নং বরো চেয়ারম্যান সুস্মিতা ভুই। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কার্য্যকরী পরিষদের প্রধান পরিচালক প্রবোধ মণ্ডল, পশ্চিম বর্দ্ধমান জেলার প্রধান পরিচালক নিরঞ্জন পাল, সংগঠক নবকুমার ব্যানার্জ্জী, সোমনাথ মজুমদার, উল্লাস দে কর, সম্পা দে, দরুন দে প্রমুখ। বিভিন্ন এলাকা থেকে মোট ৩৬০ জন ভাইবোন ও সংগঠক এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে। প্রতিযোগিতার ব্যবস্থাপনায় ছিলেন ক্ষুদিরাম ক্লাবের সম্পাদক দেবব্রত পাল ও সভাপতি অধীর ঘোষ মহাশয়।

পূর্ব বর্ধমান সদরে সাংস্কৃতিক প্রতিযোগিতা

Image
পূর্ব বর্ধমান জেলার সদর সমন্বয় পরিষদের আয়োজনে হাটগোবিন্দপুরে কিশোর বাহিনীর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজ। দেড় শতাধিক ভাই বোনের উপস্থিতিতে ছিল সুন্দর আয়োজন। জেলার মূখ‍্য সংগঠক গৌতম মজুমদার উপস্থিত ছিলেন। হাটগোবিন্দপুরের হানুমানডাঙাতে দুপুরে বসে আঁকো দিয়ে শুরু হয়। এর পরেদু পুর শুরু হয় আবৃত্তি, একক নৃত্য, সমবেত নৃত্য ও গল্প বলা।বিকেলে পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শিশু সংগঠক মানস প্রামানিক, জেলা সংগঠক দিলীপ মন্ডল, সীমা মন্ডল, সুধীর ধারা, রবীন্দ্র নাথ পোড়েল প্রমুখ।

প্রয়াত সংগঠক পাচুগোপাল দাস

Image
প্রয়াত হলেন কিশোর বাহিনীর প্রবীন সংগঠক পাচুগোপাল দাস। কিশোর বাহিনী কলকাতা জেলা পরিচালকমন্ডলীর প্রাক্তন সদস্য পাচুগোপাল দাস ১৯৯১ সাল থেকে সংগঠনে যুক্ত ছিলেন। বেলেঘাটা সহ কলকাতার বিভিন্ন এলাকায় কিশোর বাহিনী গঠনে তার ভূমিকা ছিল অপরিসীম। তিনি সর্বশেষ কোচবিহার রাজ্য শিবিরে অংশ নিয়েছিলেন। গত ১লা বৈশাখ কলকাতায় র‍্যালিতে হেটেছিলেন ছোটদের সাথে, ছিলেন ভারতসভা হলের অনুষ্ঠানেও। ব্যক্তিজীবনে অমায়িক পাচুগোপাল দাস আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে কর্মস্থলেই প্রয়াত হন। তিনি আমৃত্য রঙবেরঙ এর গ্রাহক ছিলেন, পত্রিকা পৌছেও দিতেন গ্রাহকের বাড়ি। 

লোকশিল্পী সংগঠক সন্তোষ সর্দারের স্মরণসভা

Image
গত ২৬ জুলাই নদীয়ার আসাননগর সুকান্ত শাখার সংগঠক লোকশিল্পী সন্তোষ সর্দারের স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রচন্ড বৃষ্টির মধ্যেই চাঁদপুর আদিবাসীপাড়ায় মাল্যদান, ঝুমুর গান, আলোচনা অনুষ্ঠিত হয়। জেলার সংগঠক সত্যনারায়ণ মজুমদার, লোকশিল্পী সংঘের জেলা সম্পাদক তাপস বসু, লোকশিল্পী মেঘনাদ সর্দার, অর্চনা সর্দার, বিজয় সর্দার, সরস্বতী সর্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

রঙবেরঙ বর্ষা সংখ্যা প্রকাশিত হল

Image
আজ কলকাতায় প্রকাশিত হল কিশোর বাহিনী প্রকাশিত ছোটদের রঙিন ত্রৈমাসিক রঙবেরঙ এর বর্ষা সংখ্যা। প্রকাশিত হল বিশিষ্ট বিজ্ঞানী ড. শ্যামল চক্রবর্তী'র উপস্থিতিতে। উপস্থিত ছিলেন রাজ্য পরিচালকমন্ডলীর সদস্য ও বিভিন্ন জেলার অন্যান্য সংগঠকেরাও।

বর্ধমানের কুলটিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা

Image
বর্ধমানের কিশোর বাহিনী কুলটি আঞ্চলিক সমন্বয় পরিষদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল প্রায় সাড়ে চারশ প্রতিযোগিকে নিয়ে ৭-৮ই জুলাই কুলটি হাইস্কুলে। অঙ্কন প্রতিযোগিতায় ২৪৫ জন, ক্যুইজে ১২ টি দল, সঙ্গীত প্রতিযোগিতায় ৪৫ জন, আবৃত্তি প্রতিযোগিতায় ৭৫ জন ও নৃত্য প্রতিযোগিতায় ৮৫ জন অংশ নেয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কার্যকরী পরিষদের কার্যকরী প্রধান পরিচালক প্রবোধ মণ্ডল, রাজ্য সদস্য নিরঞ্জন পাল, নবকুমার ব্যানার্জ্জী, জেলা সদস্য তুষার সরকার, শম্পা দে, অঞ্চলের মুখ্য সংগঠক প্রনবেশ চ্যাটার্জ্জী ও অঞ্চল সংগঠকেরা। সমাপ্তি অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।

কিশোর বাহিনী দ্বাদশ নদীয়া জেলা শিবির ১-৩ সেপ্টেম্বর

Image
গত শনিবার দরাপপুরে জেলা শিবির বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হল কিশোর বাহিনীর উদ্যোগে। বিষয়: দ্বাদশ নদীয়া জেলা শিবিরের অভ্যর্থনা কমিটি গঠন। উপস্থিত ছিলেন, লালমোহন বিশ্বাস, দীপক রায়, কৃষ্ণ দাস, কৃষ্ণেন্দু বিশ্বাস, পিন্টু মন্ডল, শিবশংকর শীল, বিপদ ভঞ্জন বৈষ্ণব ও দরাপপুরের ভাইবোন সংগঠকেরা। সভা থেকে শম্ভু দাসকে সভাপতি, মিঠুন সরকারকে সম্পাদক ও চন্দন দাসকে কোষাধ্যক্ষ নির্বাচন করে অভ্যর্থনা কমিটি গঠন করা হয়। সভা শেষে দরাপপুর স্কুল পরিদর্শন করে শিবিরের ব্যবস্থাপনার পরিকল্পনা নেওয়া হয়। শিবির হবে ১-৩ সেপ্টেম্বর দরাপপুর হাইস্কুলে।

পুরুলিয়ার নবদিগন্ত কিশোর বাহিনীর বসে আকো

Image
কিশোর বাহিনী পুরুলিয়া জেলার নবদিগন্ত শাখার উদ্যোগে ৫০ জন প্রতিযোগী নিয়ে বসে আকো অনুষ্ঠিত হয়। ভুপতিনগর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায়য় উপস্থিত ছিলেন জেলা সংগঠক জয়ন্ত প্রামানিক, চন্দ্রমোহন মাহাতো, শাখা সংগঠক কাঞ্চন শিকারি, রত্নি শিকারি প্রমুখ। অনুষ্ঠানের শেষে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।

হাওড়ায় অঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতা

Image
কিশোর বাহিনী হাওড়া জেলার ভগৎ সিং ও আনন্দ অঙ্গন শাখার উদ্যোগে আয়োজিত অঙ্কন ও স ঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত রবিবার। সারাদিন ধরে ১১০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন হাওড়া জেলার মুখ্য সংগঠক দীপিকা ঠাকুর চক্রবর্ত্তী, পরিচালকমন্ডলী সদস‍্য নারায়ন দেবনাথ, সোমা দে ও রাজ‍্য মুখ‍্য সংগঠক পীযূষ ধর মহাশয়। শাখার সংগঠক, অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে সকলকে পুরস্কৃত করা হয়।

হাওড়ার সালকিয়ায় কিশোর বাহিনীর ক্যুইজ

Image
কিশোর বাহিনী, উত্তর হাওড়া সালকিয়া সমন্বয় পরিষদের উদ্যোগে সালকিয়া শিল্পাশ্রম স্কুলে শনিবার অনুষ্ঠিত হয় ক্যুইজ। সমন্বয় এলাকার ১৩টি স্কুল ও কিশোর বাহিনীর ৪টি ব্রিগেড ক্যুইজে অংশ নেয়। ক্যুইজ পরিচালনা করেন মাননীয় আবির ঘোষ। অডিও ভিসুয়াল ক্যুইজে জমাটি অনুষ্ঠানে মেতে ওঠে ছোটরা। প্রথম হয় সালকিয়া বিদ্যাপীঠ, দ্বিতীয় জগদীশ বোস ব্রিগেড ও তৃতীয় হয় শিল্পাশ্রম স্কুল। সমন্বয়ের প্রধান পরিচালক ড. আশিস চক্রবর্তী, ফাল্গুনী মন্ডল, মুখ্য সংগঠক রমেন দাস, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। ক্যুইজকে কেন্দ্র করে ছিল ছাত্রছাত্রীদের উদ্দীপনা।

হাওড়া বেলডুবি সুকান্ত কিশোর বাহিনীর অনুষ্ঠান

Image
হাওড়া জেলা কিশোর বাহিনীর বেলডুবি সুকান্ত শাখার সাংস্কৃতিক প্রতিযোগিতা, রবীন্দ্র নজরুল সন্ধ্যা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হল আজ। এলাকার ভাইবোন, সংগঠক ও অভিভাবকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সংগঠক শংকর সিপুই, জেলা সংগঠক রমেন দাস, তারিক হালদার, শাখার মুখ্য সংগঠক মালবিকা সিপুই, প্রধান পরিচালক সেলিম আলি মোল্লা প্রমুখ।

উদয়ন কিশোর বাহিনীর বার্ষিক অনুষ্ঠান

Image
আজ নদীয়ার চাকদহ উদয়ন কিশোর বাহিনীর বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। ছবি আকা প্রতিযোগিতা, আবৃত্তি, নাচ, গানের মধ্যে দিয়ে হল রবীন্দ্র নজরুল সুকান্ত উপেন্দ্রকিশোর স্মরনানুষ্ঠান। সফল প্রতিযোগীদের পুরস্কার বিতরন ও কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। জেলার প্রধান পরিচালক লালমোহন বিশ্বাস, জেলা সংগঠক শিবশংকর শীল, পিন্টু মন্ডল, কৃষ্ণেন্দু বিশ্বাস, শাখার মুখ্য সংগঠক রিয়া, সংগঠক শিক্ষক সুনীল ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।

পাটুলি কিশোর বাহিনী ভবনে মরণোত্তর চক্ষুদান

Image
আজ দক্ষিন ২৪ পরগনা জেলার পাটুলিতে কিশোর বাহিনী উপনগরী শাখা ও বিজ্ঞান মঞ্চের যুগ্ম আয়োজনে মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুসজ্জিত কিশোর বাহিনী ভবনে এই অনুষ্ঠানে কিশোর বাহিনী ও বিজ্ঞান মঞ্চের সংগঠকেরা উপস্থিত ছিলেন। চক্ষুদান বিষয়ে আলাপচারিতা ও স্বাক্ষরের মধ্যে দিয়ে পাটুলির বহু নাগরিক অঙ্গীকারে আবদ্ধ হন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজ্য সংগঠক সুবোধ রায়।

সারেঙ্গাতে কিশোর বাহিনীর পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হল

Image
আজ বাঁকুড়া জেলার সারেঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ব্লকের ১২ টি কিশোর বাহিনীর শাখার ভাইবোনদের নিয়ে পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। ব্লক ও রাজ্যে ক্রীড়ায় সফল প্রতিযোগীদের হাতে পুরকার তুলে দেন রাজ্য প্রধান পরিচালক মনোরঞ্জন বসু, জেলা মুখ্য সংগঠক শ্যামলী রায় প্রমুখ। রাজ্য সংগঠক গৌতম লাহা, জেলা সংগঠক আশিস দে, প্রশান্ত সিংহ, চৈতালি ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। পুরস্কার প্রদানের পরে সংগঠকদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।