Posts

Showing posts from June, 2018

কোচবিহারে কিশোর বাহিনীর দুই দিনের বিশেষ সংগঠক শিবির চলছে

Image
কোচবিহার সেবা ভবন শিক্ষায়তনে শুরু হল দুই দিনের আবাসিক বিশেষ সংগঠক প্রশিক্ষন শিবির। উদ্বোধন করে রাজ্য মুখ্য সংগঠক পীযূষ ধর। শিবিরে উপস্থিত আছেন জেলার প্রধান পরিচালক বিশ্বজিত সাহা, মুখ্য সংগঠক শৌভিক ভৌমিক, জেলার সংগঠক ও প্রশিক্ষকেরা। মূলত নাচ, গান, মুখোস নির্মান ও নাটকের উপর প্রশিক্ষন চলছে। শুরুতে পতাকা উত্তোলন ও এলাকা পরিক্রমা অনুষ্ঠিত হয়। জেলার ১০ টি শাখা থেকে ভাইবোনেরা শিবিরে অংশ নিয়েছে। সন্ধ্যা থেকে সান্ধ্য মজলিশ অনুষ্ঠিত হচ্ছে। শিবির চলবে আগামীকালও।

বারুইপুরে কিশোর বাহিনীর যোগব্যায়ামের অনুষ্ঠান অনুষ্ঠিত হল

Image
কিশোর বাহিনী দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের শরৎ স্মৃতি শাখা সারা বছর ধরে বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করে থাকে। তারই অঙ্গ হিসাবে আজ যোগব্যায়াম সম্পর্কিত আলোচনাসভা, প্রদর্শনী ইত্যাদি সংগঠিত হয়। শুরুতে অনুষ্ঠিত হয় সুসজ্জিত ও বর্ণময় পদযাত্রা। শেষে যোগব্যায়াম প্রদর্শনী। হলঘর ছাপিয়ে মানুষের অংশগ্রহণে সফলতা লাভ করে সমগ্র অনুষ্ঠানটি। অনুষ্ঠানে রাজ্য মুখ্য সংগঠক পীযূষ ধর, দক্ষিন ২৪ পরগনা জেলা মুখ্য সংগঠক তৃপ্তেষ মন্ডল ও অন্যান্য সংগঠকেরা উপস্থিত ছিলেন।

হলদিয়াতে কান্ডারী কিশোর বাহিনীর শিবির অনুষ্ঠিত হচ্ছে

Image
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া চিরঞ্জীবপুর মুক্তধারা কমিউনিটি হল প্রাঙ্গনে আজ অনুষ্ঠিত হচ্ছে কিশোর বাহিনী, কান্ডারী শাখার শিবির। সকালে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শিবির শুরু হয়। জেলার প্রধান পরিচালক ইন্দ্রনারায়ন পন্ডা, মুখ্য সংগঠক অনুপ ভৌমিক, জেলা সংগঠক কার্তিক সাউ, নির্মল পাজা, গুরুপদ ভুঁইয়া, বাসুদেব মাইতি, রাজ্য প্রশিক্ষক নারায়ন দেবনাথ প্রমুখ শিবিরে উপস্থিত আছেন। ড্রিল, পিটি, নাচ, গান, যোগব্যায়াম, হাতের কাজ ইত্যাদি বিষয়ে শিশু কিশোরদের সারাদিন ধরে প্রশিক্ষন চলবে। সন্ধ্যায় মজলিশ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিবিরের পরিসমাপ্তি ঘটবে।

নবদ্বীপ সৃজনী শাখার বসে আকো অনুষ্ঠিত হল

Image
নদীয়া জেলার নবদ্বীপে, কিশোর বাহিনী সৃজনী শাখার বসে আকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল গতকাল। উদবোধন করেন জেলার মুখ্য সংগঠক দীপক রায়। দুটি পৃথক জায়গা প্রতাপনগর ও মন্ডলপাড়াতে প্রতিযোগিরা সমবেত হয়ে বসে আকোতে অংশ নেয়। পরে সবাইকে একত্রিত করে পুরস্কৃত করা হয়। শাখার মুখ্য সংগঠক রবীন্দ্র কুমার দাস, প্রধান পরিচালক প্রবীর কুমার গুহ, সংগঠক চিত্রশিল্পী বিকাশ বসু, জেলা সংগঠক আমিরচাদ শেখ উপস্থিত ছিলেন। এছাড়া শাখার সংগঠক রত্না, অভিজিৎ, চৈত্রী প্রমুখ উপস্থিত ছিলেন। বোনেরা নৃত্য প্রদর্শন করে। প্রচুর ভাইবোন ও অভিভাবকদের উপস্থিতি সবাইকে উৎসাহিত করে।

হাওড়ার আমতা ভোজান সেবায়ন কিশোর বাহিনীর রক্তদান শিবির

Image
হাওড়া জেলার আমতা ভোজান সেবায়ন কিশোর বাহিনী রক্তদান শিবির ও রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠিত হল। রক্তদান শিবিরের আগে পতাকা উত্তোলন করেন জেলার প্রধান পরিচালক জয়া সেনগুপ্ত। জেলার ও শাখার সংগঠকেরা রক্তদান সফল করতে উদ্যোগ গ্রহন করেন। জেলা সংগঠক রমেন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোট ভাইবোন ও অন্যান্যরা রবীন্দ্র নজরুলের গান, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান প্রদর্শন করে। অনুষ্ঠানে প্রচুর দর্শক সমাগম হয়েছিল।

হুগলীর নবারুন শাখার বার্ষিক সাংগঠনিক শিবির অনুষ্ঠিত

Image
হুগলী জেলার কিশোর বাহিনী, নবারুন শাখার বাৎসরিক সাংগঠনিক শিবির অনুষ্ঠিত হল গতকাল পাকুড় তরুণ সাহিত্য মন্দিরে। নানাবিধ সাংগঠনিক আলোচনা ও নতুন পরিকল্পনার পাশাপাশি নতুন সংগঠকদের মূল্যায়ন ও এলাকায় আরো একটি কিশোর বাহিনী শাখা গঠন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।উপস্থিত ছিলেন জেলার মুখ্য সংগঠক আশিস দে এবং রাজ্য সংগঠক অনুপ সামন্ত সহ জেলা ও শাখার সংগঠকেরা।

হাওড়া কিশলয় কিশোর বাহিনীর শিবির ও অনুষ্ঠান

Image
হাওড়া জেলার কিশোর বাহিনী কিশলয় শাখায় গত তিনদিন ধরে অনুষ্ঠিত হল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও এক দিনের শিবির। বালি দূর্গাপুরে অনুষ্ঠিত এই অনুষ্ঠান জমজমাট ছিল তিনদিন ধরেই। উপস্থিত ছিলেন রাজ্য, জেলা ও শাখার সংগঠকেরা। উপস্থিত ছিলেন রাজ‍্য কার্যকারী পরিষদের দীপিকা ঠাকুর চক্রবর্তী, বিপ্লব দলুই, শুভাশিস দে প্রমুখ।  বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন, প্রভাতফেরী, কর্মশালা, নাচ গান ইত্যাদি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিবিরের পরিসমাপ্তি ঘটে।

মনোজ্ঞ অনুষ্ঠান নদীয়ার দিশারী কিশোর বাহিনীর

Image
গতকাল নদীয়ার দিশারী কিশোর বাহিনীর মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। রবীন্দ্র নজরুল সুকান্ত জীবনানন্দ স্মরনানুষ্ঠানের শুরুতে সম্বর্ধনা জানানো হয় প্রবীন ও প্রাক্তন সংগঠকদের। রাজ্য সংগঠক ও রঙবেরঙ সম্পাদক চন্দন নাথের উপস্থিতি ছিল বড় পাওনা। গান, নাচ, যোগাসন, আবৃত্তি, নৃত্যনাট্যের মধ্যে দিয়ে স্মরন করা হয় চার কবিকে। জেলার সংগঠক ও দিশারীর সংগঠকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কলকাতায় কিশোর বাহিনীর রবীন্দ্র সন্ধ্যা

Image
গতকাল কলকাতা জেলার কিশোর বাহিনী, লক্ষীকান্ত ব্রিগেড শাখা মনোজ্ঞ রবীন্দ্র সন্ধ্যা পালন করে। অনুষ্ঠানে সভপতিত্ব করেন শাখার প্রধান পরিচালক কেদারনাথ দে। জেলার পক্ষে উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক অনিরূদ্ধ কুন্ডু ও দিলীপ বর্মন। ছোটদের এই অনুষ্ঠানে অবিভাবক ও এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ছোটদের নাচ, গান, আবৃত্তিতে মুখরিত অনুষ্ঠান উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।

কিশোর বাহিনীর কর্মশালা চলছে পূর্ব বর্দ্ধমানে

Image
কিশোর বাহিনী পুর্ব বর্দ্ধমান জেলার দুই দিনের যোগব্যায়াম কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে বর্দ্ধমানের জাগরী ভবনে। আজ সকাল ১০ টায় কর্মশালার উদ্বোধন করেন রাজ্য কার্যকারী প্রধান পরিচালক প্রবোধ মণ্ডল। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য প্রশিক্ষক তৃপ্তেষ মণ্ডল ও সংগঠক মনিকা মণ্ডল। উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য কার্যকরী প্রধান পরিচালক ধীরেন্দ্রনাথ সুর, জেলা মুখ্য সংগঠক গৌতম মজুমদার, সংগঠক সীমা মণ্ডল প্রমুখ। জেলার ৮ টি অঞ্চল থেকে মোট ৪৫ জন ভাই বোন এবং সংগঠক কর্মশালায় অংশ নিয়েছে। আগামীকাল বিকালে কর্মশালার সমাপ্তি হবে।

রোদ্দুর কিশোর বাহিনীর বার্ষিক অনুষ্ঠান

Image
হুগলী জেলার পুড়শুড়া রোদ্দুর কিশোর বাহিনীর মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হল সম্প্রতি। কিশোর বাহিনীর ভাইবোনেদের নৃত্য, সংগীত, আবৃত্তি, নাটক, ড্রিল ও গণজাদু উপস্থিত দর্শকদের মোহিত করে। রাজ্য সংগঠক শুভাশিস দে, অনুপ সামন্ত, জেলা সংগঠক কৃষ্ণা রোজা সহ অন্যান্য সংগঠক ও স্থানীয় অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরিবেশ দিবসে নবারুন কিশোর বাহিনী

Image
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কিশোর বাহিনীর সাফাই ও বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হল হুগলীর নবারুণ শাখায়। ছোটদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে সারাবছর নিয়মিত কর্মসূচি পালিত হয় নবারুন শাখায়। সাফাই ও বৃক্ষরোপণ তেমনই উদ্দেশ্যে, জানান জেলার সংগঠক অনুপ সামন্ত।

পরিবেশ দিবসে কিশোর বাহিনীর ক্ষুদিরাম শাখা

Image
পরিবেশ দিবসে হুগলীর ক্ষুদিরাম শাখা ছোটদের নিয়ে করল সাফাই ও বৃক্ষরোপণ কর্মসূচী। শাখার ভাইবোন, সংগঠক ও অভিভাবকেরা ছাড়াও জেলার সংগঠকেরা উপস্থিত ছিলেন। ছোটদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলাই ছিল এই অনুষ্ঠানের লক্ষ্য।

হেতমচকে ক্ষুদিরাম কিশোর বাহিনীর অনুষ্ঠান

Image
গত শনিবার কিশোর বাহিনী হুগলী পুরশুড়া হেতমচক ক্ষুদিরাম শাখার বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক লক্ষণ চন্দ্র কামিলা, কিশোর বাহিনীর রাজ্য সংগঠক অনুপ সামন্ত, শুভাশিস দে ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে পরিবেশিত ডাম্বেল ড্রিল, ছড়া, পিরামিড, যোগব্যায়াম, সংগীত, নৃত্য ও গণজাদু দর্শকদের মুগ্ধ করে ।কিশোর বাহিনী ক্ষুদিরাম শাখার পক্ষ থেকে সম্মান জানানো হয় প্রাক্তন ফুটবলার কিংকর চাংড়ী কে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশান্ত হালদার।

বিপিসিসি'র শিশু দিবস পালন

Image
পয়লা জুন আন্তর্জাতিক শিশু দিবস ২ রা জুন কিশোর বাহিনীর শাখা বদ্ধ'মান ফিজিক্যাল কালচারাল সেন্টার BPCC আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতা ও যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শাঁখারী পুকুর হাউসিং নিতু স্মৃতি সংঘের মঞ্চে। অনুষ্ঠানে প্রচুর প্রতিযোগী অংশগ্রহণ করে। জেলার ও শাখার সংগঠকেরা উপস্থিত ছিলেন। ছিলেন অভিভাবকেরাও।