Posts

Showing posts from May, 2018

মাথাভাঙ্গা সঞ্চারীর প্রভাতফেরী

Image
বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে আজ সকালে কোচবিহারের মাথাভাঙ্গা সঞ্চারী শাখার উদ্যোগে এক বর্নাঢ্য প্রভাতফেরী অনুষ্ঠিত হয়। জেলার মুখ্য সংগঠক শৌভিক ভৌমিক, শাখার মুখ্য সংগঠক টুটুয়া সরকার প্রমুখ প্রভাতফেরীতে উপস্থিত ছিলেন। প্রভাতফেরী সমগ্র এলাকা পরিক্রমা করে।

হাওড়ার সালকিয়ায় কিশোর বাহিনীর মনোজ্ঞ অনুষ্ঠান

Image
হাওড়ার সালকিয়াতে কিশোর বাহিনীর উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হল। কিশোর বাহিনীর শিশু কিশোরদের পাশাপাশি অংশ নিয়েছিল অন্যান্য শিশু কিশোরেরাও। নাচ, গান, আবৃতি, ছবি আকার কর্মসূচীতে উতসাহ দিতে হাজির ছিলেন কিশোর বাহিনীর রাজ্য সংগঠকেরাও। রঙবেরঙ পত্রিকা সম্পাদক চন্দন নাথের উপস্থিতি ও কবিতা পাঠ অনুষ্ঠানে ছোটদের উতসাহিত করে।

শান্তিপুরে গঠিত হল কিশোর বাহিনী

Image
প্রায় এক দশক পরে কবি কৃত্তিবাসের স্মৃতিবিজড়িত সংস্কৃতির পীঠস্থান শান্তিপুরে গঠিত হল কিশোর বাহিনী। আজ কিশোর বাহিনীর জেলা সংগঠকদের উপস্থিতিতে গঠিত হয় 'কৃত্তিবাস জনকল্যান শাখা'। শাখার দায়িত্ব গ্রহন করেন ক্রীড়া সংগঠক বুদ্ধদেব ভট্টাচার্য। জনকল্যান কেন্দ্রের সুসজ্জিত ভবন ও মাঠেই পরিচালিত হবে কিশোর বাহিনীর প্রশিক্ষনপর্ব।

হুগলীর চন্ডীতলা নবারুন শাখার অনুষ্ঠান অনুষ্ঠিত

Image
কিশোর বাহিনী হুগলি জেলার চন্ডীতলা পাকুর নবারুন শাখার বাৎসরিক রবীন্দ্র জয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হল। সুসজ্জিত ও জমজমাট এই অনুষ্ঠানের আয়োজন হয়েছিল মশাটের পাকুড় সাহিত্য মন্দির ভবন প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হুগলি জেলার মুখ্য সংগঠক আশিস দে, গ্রন্থাগারিক গঙ্গাধর দে,  শিক্ষক অশোক মুখার্জী, কার্তিক চক্রবর্তী ও এলাকার বিশিষ্টজনেরা। সুসজ্জিত সাদা পোশাকে নাচ, গান, আবৃত্তি, চলচ্চিত্র প্রদর্শনী ও নানাবিধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বর্ধমানের কুলটিতে কিশোর বাহিনীর রবীন্দ্র নজরুল স্মরন

Image
কিশোর বাহিনী কুলটি আঞ্চলিক সমন্বয় পরিষদের রানীতলার সবুজসাথী শাখার পরিচালনায় কুলটি হাই স্কুলের দূর্গামন্দির প্রাঙ্গণে অসংখ্য দর্শক সমাগমে গতকাল সন্ধ্যায় নাচ গান ও আবৃত্তি সহযোগে রবীন্দ্র নজরুল জয়ন্তী পালিত হল। আড়াই ঘন্টা ধরে চলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্য পরিচালক গৌতম ভট্টাচার্য, আবৃত্তি প্রশিক্ষক কল্যান দাসগুপ্ত, সঙ্গীত প্রশিক্ষক মিতা সরকার, সঙ্গীত শিল্পী সন্দীপ ঘোষ, গী়টার বাদক বিশ্বজিত ব্যানার্জী, কিশোর বাহিনী রাজ্য কারযকরি সংগঠক নবকুমার ব্যানার্জী ও জেলা সংগঠক প্রনবেশ চ্যাটার্জী, অঞ্চল সংগঠক রিয়া দাস, শর্মিষ্ঠা গুপ্ত, টুম্পা মুখার্জী, প্রিয়াঙ্কা ঘোষ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোমনাথ মজুমদার। অনুষ্ঠান কে সফল রূপ দেয় মাঠের ভাই বোনেরা তাদের নানাবিধ অনুষ্ঠানের মধ্যে দিয়ে।

কোচবিহারের তুফানগঞ্জে কিশোর বাহিনী গঠিত হল

Image
কোচবিহারের তুফানগঞ্জে শুরু হল কিশোর বাহিনী। পথচলা শুরু করল রবীন্দ্র শরীরচর্চা কেন্দ্র শাখা। তুফানগঞ্জ এনএনএম হাইস্কুলের মাঠে জেলার মুখ্য সংগঠক শৌভিক ভৌমিক উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন শুভ্রপ্রতিম চক্রবর্তী, মনোরঞ্জন দাস, সুজিত শীল প্রমুখ। ছোটদের ড্রিল পিটি, যোগাসন ইত্যাদি প্রশিক্ষনের মধ্যে দিয়ে পথচলা শুরু হয়।

কোচবিহারে আরো একটি নতুন কিশোর বাহিনী শুরু হল

Image
কোচবিহার জেলার দিনহাটার লাঙ্গুলিয়াতে কিশোর বাহিনী, বিদ্যাসাগর শাখার পথচলা শুরু হল আজ সকালে একটি ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে। জেলার মুখ্য সংগঠক শৌভিক ভৌমিক সহ অন্যান্য সংগঠকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কিশোর বাহিনীর পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ ও বাহিনী সংগীতে অংশ নেয় এলাকার শিশু কিশোর, সংগঠক ও অভিভাবকেরা।

যাত্রিক এর বার্ষিক অনুষ্ঠান

Image
বাঁকুড়া জেলার বড়জোড়ায় কৃষ্ণনগর হাইস্কুলে অনুষ্ঠিত হল কিশোর বাহিনী যাত্রিক শাখার ২৮ তম বার্ষিক অনুষ্ঠান। প্রায় দেড় শতাধিক শিশু কিশোর এতে নানাবিধ নাচ গান ড্রিল প্রদর্শন করে। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য প্রধান পরিচালক মনোরঞ্জন বসু, রাজ্য সংগঠক শুভাশিস দে, মনোজ মন্ডল, জেলা সংগঠক আশিস দে প্রমুখ। এছাড়া ছিলেন যাত্রিক শাখার সংগঠকেরা। বিশিষ্ট কৌতুকাভিনেতা ও কিশোর বাহিনীর প্রাক্তনী উতপল ঘোষ অনুষ্ঠান পরিবেশন করেন।

রাজ্য জুড়ে পালিত পঁচিশে বৈশাখ

Image
কিশোর বাহিনীর বিভিন্ন শাখায় পালিত হল পঁচিশে বৈশাখ রবি কবির জন্মদিন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সব জেলাতেই হয়েছে কিছু অনুষ্ঠান। উত্তরের সীমান্ত জেলা কোচবিহার থেকে দক্ষিনের সমুদ্রতীরের মেদিনীপুর, প্রভাতফেরী, বসে আকো, নাচ, গানের ছন্দে রবীন্দ্রনাথকে স্মরণ করে কিশোর বাহিনীর ভাইবোনেরা।