বর্ধমানের কুলটিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা

বর্ধমানের কিশোর বাহিনী কুলটি আঞ্চলিক সমন্বয় পরিষদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল প্রায় সাড়ে চারশ প্রতিযোগিকে নিয়ে ৭-৮ই জুলাই কুলটি হাইস্কুলে। অঙ্কন প্রতিযোগিতায় ২৪৫ জন, ক্যুইজে ১২ টি দল, সঙ্গীত প্রতিযোগিতায় ৪৫ জন, আবৃত্তি প্রতিযোগিতায় ৭৫ জন ও নৃত্য প্রতিযোগিতায় ৮৫ জন অংশ নেয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কার্যকরী পরিষদের কার্যকরী প্রধান পরিচালক প্রবোধ মণ্ডল, রাজ্য সদস্য নিরঞ্জন পাল, নবকুমার ব্যানার্জ্জী, জেলা সদস্য তুষার সরকার, শম্পা দে, অঞ্চলের মুখ্য সংগঠক প্রনবেশ চ্যাটার্জ্জী ও অঞ্চল সংগঠকেরা। সমাপ্তি অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।

Comments

Popular posts from this blog

পয়লা বৈশাখে আসুন ভারতসভায়

পয়লা বৈশাখ ভারতসভায় কিশোর বাহিনী ৭৫

নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আমাদের প্রেরণা