অনুষ্ঠিত হল হাওড়া জেলা কিশোর বাহিনীর সাংস্কৃতিক প্রতিযোগিতা

সকালের বৃষ্টি পারেনি ওদের আটকাতে। উদয়নারায়নপুর, আমতা, বাগনান থেকে শুরু করে হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত তিন শতাধিক প্রতিযোগী এবং সমসংখ্যক অভিভাবকদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠল হাওড়া ময়দানের অক্ষয় শিক্ষায়তন। কিশোর বাহিনী হাওড়া জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অঞ্চল থেকে নির্বাচিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সংগঠনের রাজ্য মুখ্য সংগঠক পীযূষ ধর। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে রবীন্দ্র - নজরুল - সুকান্তের পাশাপাশি লালন, ভাটিয়ালি, রায়বেশের মূর্চ্ছনায় আলোড়িত হয় বিদ্যালয় প্রাঙ্গণ। অংকন, আবৃত্তি, সঙ্গীত, ক্যুইজ, নৃত্য, নাটকের প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করেন জেলা মুখ্য সংগঠক দীপিকা ঠাকুর চক্রবর্তী, প্রধান পরিচালক জয়া সেনগুপ্ত, সংগঠক শংকর সিপুই, বিপ্লব দলুই, শুভাশিস মান্না, রমেন দাস, নারায়ণ দেবনাথ, তারিক হালদার প্রমুখ।
প্রসঙ্গত, আগামী ২৫-২৬ আগস্ট পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে অনুষ্ঠিত রাজ্য প্রতিযোগিতায় জেলার প্রথম স্থানাধিকারীরা অংশ নেবে।

Comments

Post a Comment

Popular posts from this blog

পয়লা বৈশাখে আসুন ভারতসভায়

পয়লা বৈশাখ ভারতসভায় কিশোর বাহিনী ৭৫

নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আমাদের প্রেরণা