হুগলীর চন্ডীতলা নবারুন শাখার অনুষ্ঠান অনুষ্ঠিত

কিশোর বাহিনী হুগলি জেলার চন্ডীতলা পাকুর নবারুন শাখার বাৎসরিক রবীন্দ্র জয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হল। সুসজ্জিত ও জমজমাট এই অনুষ্ঠানের আয়োজন হয়েছিল মশাটের পাকুড় সাহিত্য মন্দির ভবন প্রাঙ্গণে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হুগলি জেলার মুখ্য সংগঠক আশিস দে, গ্রন্থাগারিক গঙ্গাধর দে,  শিক্ষক অশোক মুখার্জী, কার্তিক চক্রবর্তী ও এলাকার বিশিষ্টজনেরা। সুসজ্জিত সাদা পোশাকে নাচ, গান, আবৃত্তি, চলচ্চিত্র প্রদর্শনী ও নানাবিধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Comments

Popular posts from this blog

পয়লা বৈশাখে আসুন ভারতসভায়

পয়লা বৈশাখ ভারতসভায় কিশোর বাহিনী ৭৫

নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আমাদের প্রেরণা