কিশোর বাহিনীর শিলিগুড়ি শাখার প্রকৃতি শিবির

গত ৪ মার্চ হইহই করে সকালেই বাসে করে বেরিয়ে পড়ে দার্জিলিং জেলার শিলিগুড়ি শাখার ভাইবোন, সংগঠকেরা। শিলিগুড়ি ছাড়িয়ে জলপাইগুড়ির বেলাকোবার ভোডাগং-এর জংগলে পৌছয় তারা। জেলা মুখ্য সংগঠক দেবকুমার দে সহ অন্যান্য সংগঠকেরা ছোটদের  প্রকৃতির নানা বিষয় দেখানো, আলোচনা করেন। ছোটদের সাথে প্রশ্নোত্তরপর্ব হয়।
পাশাপাশি পিটি, খালি হাতে ব্যায়াম প্রশিক্ষন দেওয়া হয়। অনুষ্ঠিত হয় মজলিস। ভাইবোনেরা নৃত্য ও গানের ছন্দে শিবিরকে প্রানবন্ত করে তোলে। দিনের আলো কমে আসতেই ভোডাগং এর জংগল ছেড়ে ফিরে যায় শিলিগুড়িতে।

Comments

Popular posts from this blog

পয়লা বৈশাখে আসুন ভারতসভায়

পয়লা বৈশাখ ভারতসভায় কিশোর বাহিনী ৭৫

নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আমাদের প্রেরণা