কিশোর বাহিনী, নবারুন শাখার বার্ষিক অনুষ্ঠান

গত ২৫ শে ফেব্রুয়ারী ৮৫ জন শিশু কিশোরকে নিয়ে হুগলী জেলার কিশোর বাহিনী নবারুণ শাখা তাদের বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন চন্ডীতলা ১ ব্লক সমস্টি উন্নয়ন আধিকারিক মাননীয়া এষা ঘোষ। উপস্থিত ছিলেন জেলার প্রধান পরিচালক আনন্দ পাল, মুখ্য সংগঠক আশিষ দে, রাজ্য সংগঠক অনুপ সামন্ত এবং নবারুন শাখার প্রধান পরিচালক কৃষ্ণধন পাল, মুখ্য সংগঠক প্রবীর পাল।  ছিলেন গঙ্গাধর দে সহ শাখা পরিচালকমন্ডলীর সকল সদস্য। প্রতিদিন শাখায় যে সব বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়, সেই সব বিষয় অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। নাচ,গান, পিটি, ডিল, ছড়া, যোগাসন, জিমস্টিক, লেজিম, নাটক ইত্যাদি তারা সুন্দরভাবে উপস্থাপন করে। অনুষ্ঠানে স্থানীয় মানুষের উপস্থিতি ছিল নজরকাড়া।

Comments

  1. খুব ভালো লাগল।সুন্দর অনুষ্ঠান।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

পয়লা বৈশাখে আসুন ভারতসভায়

পয়লা বৈশাখ ভারতসভায় কিশোর বাহিনী ৭৫

নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আমাদের প্রেরণা