বসন্তোৎসবে এবারেও নানা অনুষ্ঠান কিশোর বাহিনীর

১ মার্চ ছিল বসন্তোৎসব। লাল পলাশে রাঙা ফাগুনে নাচে গানে আনন্দে বসন্তোৎসব পালিত হল কিশোর বাহিনীর বিভিন্ন শাখা ও সমন্বয়গুলিতে।
খুব সকালেই হলুদ পোশাকে বসন্তের গানে চলমান নাচের ছন্দে বসন্তোৎসব পালন করে নদীয়ার উদয়ন, দিশারী ও সুকান্ত শাখা। তাতে অংশ নেয় অন্যান্য শাখার ভাইবোনেরাও। বহু অভিভাবকও সামিল হন এই আনন্দোৎসবে।
অনুষ্ঠানের খবর এসেছে হুগলীর রোদ্দুর শাখা থেকেও। ভাইবোন, অভিভাবকদের নিয়ে বসন্তোৎসবে মেতেছিল তারাও।
অনুষ্ঠান হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালেও। প্রতিবারই বড় করে অনুষ্ঠানে সামিল হয় তারা। এবারেও জেলার মুখ্য সংগঠক অশোক পাখিরা, রাজ্য সংগঠক শ্যামল হেমব্রম সহ সংগঠকেরা সুন্দরভাবে অনুষ্ঠানকে সফল করে তোলেন।
বড় অনুষ্ঠান হয়েছে পশ্চিম বর্ধমানের কুলটিতেও। রাজ্য কার্যকারী প্রধান পরিচালক প্রবোধ মন্ডল, রাজ্য মুখ্য সংগঠক পীযূষ ধর সহ জেলার অধিকাংশ সংগঠকেরা উপস্থিত ছিলেন। শত শত শিশু কিশোর, সংগঠক, অভিভাবক, পথচলতি মানুষ, সবাই সামিল হয়। অংশ নেয় বিভিন্ন সংস্থাও। সুসজ্জিত পরিক্রমা শেষে নেতাজী পার্কে হয় অনুষ্ঠান। পাশাপাশি আটপাড়া শাখাতেও অনুষ্ঠান হয়েছে।
এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় নানা অনুষ্ঠানের মাধ্যমে বসন্তোৎসব পালন করে কিশোর বাহিনী।

Comments

Popular posts from this blog

পয়লা বৈশাখে আসুন ভারতসভায়

পয়লা বৈশাখ ভারতসভায় কিশোর বাহিনী ৭৫

নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আমাদের প্রেরণা