উদয়নারায়নপুর খিলা শাখার ক্রীড়া প্রতিযোগিতা

হাওড়া জেলার উদয়নারায়নপুরের খিলাতে কিশোর বাহিনী, খিলা শাখার নিজস্ব ভবনের সামনের মাঠে আয়োজিত হয়েছিল ক্রীড়া প্রতিযোগিতা। অনেক ঝড় ঝঞ্ঝা, প্রতিকূলতার মধ্যেও মাথা উঁচু করে, শিরদাঁড়া সোজা করে উদয়নারায়নপুরের বুকে দাঁড়িয়ে আছে খিলা শাখা ও কিশোর বাহিনী ভবন।
২৫ ফেব্রুয়ারী উদ্বোধক রাজ্য মুখ্য সংগঠক পীযূষ ধর বলেন, 'সারাদিন মাঠে আছি ক্রীড়া প্রতিযোগিতায়। আর সংগঠকদের কুর্নিশ করছি। গর্ব অনুভব করছি এমন সংগঠন ও সংগঠকদের সাথে পারিবারিক সম্পর্কে জড়িয়ে থাকতে।'
প্রতিযোগিতায় শাখার ভাইবোন সংগঠক ছাড়াও
জেলার সংগঠকেরা উপস্থিত ছিলেন।উদয়নারায়নপুরের খিলা শাখা হাওড়া জেলার শেষ প্রান্তে অবস্থিত। প্রায় ২৮ বছর ধরে কিশোর বাহিনী নিষ্ঠার সাথে কাজ করে চলেছে। এই শাখার জয়ন্ত, দীপঙ্কর, প্রদীপ, নিবেদিতা, দেবেনবাবুরা অকালে প্রয়াত হলেও তাঁদের উত্তরসূরীদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় একদিনও থেমে থাকেনি খিলা শাখা। 

Comments

Popular posts from this blog

পয়লা বৈশাখে আসুন ভারতসভায়

পয়লা বৈশাখ ভারতসভায় কিশোর বাহিনী ৭৫

নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আমাদের প্রেরণা