পূর্ব মেদিনীপুরে কিশোর বাহিনী বন্ধন শাখার শিবির

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের সুন্দর শান্ত গ্রাম তালদার সিংহপাড়া। বাহান্নটি পরিবারের এই ছোট্ট পাড়ার সব ভাইবোনই কিশোর বাহিনী বন্ধন শাখার সদস্য। মানব বন্ধন সংঘের সংগঠকদের ব্যাপক উৎসাহ এই শাখাকে ঘিরে। ৪ মার্চ সকাল থেকে শুরু হয় শাখার শিবির। শিবিরের উদ্বোধন করেন কিশোর বাহিনীর রাজ্য মুখ্য সংগঠক পীযূষ ধর।
কিশোর বাহিনী বন্ধন শাখার এই চতুর্থ শাখা শিবিরে শতাধিক শিশুকিশোর সংগঠককে নাচ, গান, ক্রীড়া প্রশিক্ষণ দেওয়া হয়। পিটি, মাইনর গেম, ছড়ার ব্যায়াম প্রশিক্ষন দেন জেলা মুখ্য সংগঠক অনুপ ভৌমিক, জেলা সংগঠক বাসুদেব মাইতি, তাপস সিংহ প্রমুখ।
শিবির শেষে প্রধান পরিচালক হিসাবে তাপস সিংহ ও মূখ্য সংগঠক হিসাবে রিম্পা সিংহ নির্বাচিত হন।

Comments

Post a Comment

Popular posts from this blog

পয়লা বৈশাখে আসুন ভারতসভায়

পয়লা বৈশাখ ভারতসভায় কিশোর বাহিনী ৭৫

নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আমাদের প্রেরণা