পায়ে পায়ে কুড়ি বছর... রঙবেরঙ...

কিশোর বাহিনীর প্রকাশনায় ত্রৈমাসিক রঙবেরঙ ধারাবাহিকভাবে ২০ বছরের শেষ সংখ্যা প্রকাশ করল। নিরবিচ্ছিন্নভাবে শিশু কিশোরদের জন্য প্রকাশিত একটি সংগঠনের পত্রিকার এমন উদাহরন বিরল।
কিশোর বাহিনীর সংগঠক তথা রঙবেরঙ সম্পাদক চন্দন নাথের কথায়- 'ঢাকঢোল পেটানোটাই যদি মুখ্য বিষয় হত তা হলে আমি নিশ্চিত, আমাদের সঙ্গে পেরে ওঠা খুব কঠিন হত। কারণ,আমাদের একটা বাহিনী আছে...কিশোর বাহিনী। ঢাক পেটানোর অনেক 'লোক'। কিন্তু না, আমাদের আরও জরুরি কাজ আছে। সেই কাজ সামলেও নিরবিচ্ছিন্ন ভাবে ত্রৈমাসিক পত্রিকাটি প্রকাশ করতে করতে আমরা পার করলাম কুড়িটা বছর। ১৪০৫ বঙ্গাব্দের বৈশাখে শুরু হয়েছিল পথচলা ১৪২৪-এর শেষ সংখ্যাও বের করলাম আমরা। এতগুলো বছর যাঁরা পাশে থেকেছেন তাঁদের কাছে কৃতজ্ঞতার অন্ত নেই আমাদের। খুদে পড়ুয়ারা আপন করে নিয়েছে বলেই আমরা পেরেছি। তাদের শুভেচ্ছা। পড়তে পড়তে যাঁরা বড়ো হয়ে গিয়েছেন এখন,শুভেচ্ছা তাঁদেরও।
আগামী পথচলায় পাশে চাই সবাইকে।'
গত ১১ ফেব্রুয়ারী পত্রিকার ২০ তম বর্ষের শেষ সংখ্যার আনুষ্ঠানিক উন্মোচন করে ক্রীড়াবিদ, সোনার মেয়ে জ্যোতির্ময়ী সিকদার। পাটুলিতে।

Comments

  1. আমরা পারছি সবাই মিলে কাজটা করছি বলে।আমাদের বাহিনী পারবেই আরো অনেক পথ পেরিয়ে যেতে।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

পয়লা বৈশাখে আসুন ভারতসভায়

পয়লা বৈশাখ ভারতসভায় কিশোর বাহিনী ৭৫

নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আমাদের প্রেরণা