মরণোত্তর চক্ষুদান ও দেহদান বিষয়ক সচেতনতা শিবির

৫ মার্চ নদীয়া জেলার কৃষ্ণনগর কালীরহাট হাইস্কুলে কিশোর বাহিনী, নবরূপা আসর শাখার উদ্যোগে বিদ্যালয়স্তরের শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। বিষয়: মরণোত্তর চক্ষুদান ও দেহদান।
প্রধান আলোচক ছিলেন অধ্যাপক বিমল সরকার। এছাড়াও আলোচনা করেন রাখী পত্রিকা শাখার পক্ষে অংকিত সরকার। কিশোর বাহিনীর রাজ্য সংগঠক প্রবীর গুহ, দীপক রায়, জেলা সংগঠক পিন্টু মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক মজুমদার, পঞ্চায়েত সমিতির সদস্য অধ্যাপক তপন ঘোষ উপস্থিত ছিলেন।
নবরূপা শাখার সংগঠক বিজয় বিশ্বাস, অভিষেক ঘোষ, নিমাই পাল, সায়ন মল্লিক, মিঠুন কবিরাজ, মুকুন্দ পাল, যোগেশ রায়, দীপায়ন রায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সহজ সরলভাবে দান বিষয়ে আলোচনা উপস্থাপিত হয়। উপস্থিত সকল ছাত্রছাত্রীকে শংসাপত্র প্রদান করা হয়।


Comments

  1. শুভ উদ্যোগ।সাফল্য কামনা করি।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

পয়লা বৈশাখে আসুন ভারতসভায়

পয়লা বৈশাখ ভারতসভায় কিশোর বাহিনী ৭৫

নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আমাদের প্রেরণা